তুই বলেছিলিস দু’চোখের রাগনি -
বারালেই দুঃখ সাগরের জল চুষে নিবি !
তুই আজোও বলেছিস দুঃখের বদলে
সব সুখ আমার মাঝে বিলিয়ে দিবি


ও আজ বড় তোর মহৎত্ব প্রয়োজন-
নিয়ে যা বন্যার জল তোর মন নদী!


তোকে সোনালী শস্যশ্যামল মাঠ দিবো-
সুস্থ্যসবল গরুছাগলেল মাংস খাওয়াবো
রঙধনু বিকালের একরাস গোধলি পাবি-
পূর্ণিমা রাতের মিতালি কথনে -কথনে
জোছনা পরশ রাঙিয়ে হবে মায়াবি;


হো হো বল না  এই বন্যার জলপানি-
হো হো দু’চোখের রাগনিতে চুষে নিবি।


৩১/০৭/১৬
======