রঙিন তেলের চাষ- আগের মতো!
মাঠে সরিষা হয় না- লম্ব সারি বাধ-
হলুদা খেয়েছে জলের রাগ রাগানি
অন্য মুখে সাজ-তেলের চাষ ভিন্ন
রূপে-ভিন্ন ভাবে- রঙে মেখে থাক;


এখন আর জুকার চিত্রকলা দেখি না
সার্কাস যেনো ঘর বন্ধী সন্ধ্যার আলো
তবুও আয়নার ভাবনা প্রাণে সহ্যই না
কারণ অজানা ঝলসে উঠবে, কাদবে না
হৃদয়পাড়ার ফানুস কিংবা মন পবনের নাও।


২৪ অগ্রহায়ন ১৪২৬, ০৯ ডিসেম্বর
---------------------------------