=======================
ঠিক একটা মৃত্যুর মতো শুধু তোমার কাছে;
কিছু বলক পারা স্মৃতি নয় ঘাসফড়িং পলক-
পূর্ণিমা রাত কিংবা ঘৃণা ভরা রাগের মাথায়
জেনো কাচাকঞ্চির আঘাত করার মতো নয়;


তবে আমার লজ্জারপতির মতো মাঝে মাঝে
কৃষ্ণচূড়া কিংবা বকুল ঝরা রাত বেশ মনে হয়-
সমস্ত জোনাকিরা উপহাস করে অমাবস্যার রাত
দুচোখে আঁধার কিছু বর্ণগুলো ভাষা হতে চায়।


কোন আফসোস নয়- লজ্জাকর ট্রেজেডি গোলাপ
অতঃপর হয়েছে কি কবিতার আচরে মৃত্যু কবিতা।
১৯-০৪-১৮
========