বাতাসের কান পেতে শুনি
উমুকের মৃত্যু- তুমেকের মৃত্যু-
মৃত্যুটাই জানি এক শহর তল্লাটে
ইট পাথরের হয় না বুঝি- মৃত্যু।


মৃত্যুর দুদোলা মাঝে দেখো কি
একটা স্বপ্ন- যা চম্পকে দেয়- বিস্মিত করে-
খানিক একটু মৃদু হাসির আনন্দ ক্ষণ-
তবুও নিজের মৃত্যুর খবর রাখে না মন;


অমাবস্যার রাত হয়েছে কখন -
আঁধার ঘুট ঘুট দলছুট একটা তারা
উঠানে জোনাকপোকা চোখ ফুরাই না-
জানবে না কখন হলো মৃত্যুর অমৃত সুধা।


২২ পৌষ ১৪২৬, ০৬ জানুয়ারি ২১
-------------------------------