==============
সে ছিল হামবড়া, পাটনী
আমি শুধু অশ্রুতপূর্ব- নদ;
বুঝিনি তার শিশমহল,
দুস্তর- জলচর মৃণাল;


অথচ মুমূর্ষ বর্ণচোরা এই
কিছুই ভাবলো না বনস্পতি-
এখানেই উপবৃত্ত, জলদ
আর ঐখানে স্বৈরাচারী-


ঊঢ়া কিংবা কেকা, অজাতশক্র!
একটাও উড়ে না নির্মক্ষিক-
তেমনী রইল- হলো না অভিসার
কোন বেলায় মিশবো মৃন্ময়।
১২-০৮-১৮
-----------