======================
সুনিশ্চিত মৃত্যু, আজ অথবা কাল
তাই বলে করবো ভয় মৃত্যু; না –না-
না ! বিবেক তুমি কথা বল জাগ্রোত
হও- দেখো তোমার মৃত্যুর সানাই।
তুমি কি চাও মুরগীর মতো মৃত্যু–
নিশ্চিয় না – না –না? ঘৃণা করো
সমস্ত পাপের অন্যায় আর একটা
ন্যায়ের কাজের জন্য হোক না মৃত্যু!
অতঃপর মুরগীর কোন অমৃত সুধা নেই
তুমিই শ্রেষ্ঠ মানুষ তোমার আছে মৃত্যু।


২৫ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ১৯
-----------------------------------