===================
মুখশ্রীতে দেখি শুধু ভালবাসা
সু-গন্ধী হাওয়া দৃশ্যবিরল উড়া!
হলদা গায়ের পারে বেঁধেছে
সাদা রঙের বাসা- এ পারেতে
ঝলক মারে সন্ধ্যা- দুপুর বেলা!
মুখশ্রীতে দেখি শুধু ভালবাসা।


উড়ে যায় শুধু বনোহাঁস কিংবা
কিছু পায়রা কিংবা ঢেউ তুলা মেঘ-
তবুও বৃষ্টির ফাঁকে সোনালি রঙধনু বেশ;
এত পূর্ণিমা রাত জেগে থাক কিছু অতীত-
কিংবা সহচর ঘটনা- এ সবের মাঝে
বেদনা খুঁজে পাই- মুখশ্রী ভালাবাসা।


২৮ মাঘ  ১৪২৬, ১১ ফেব্রুয়ারি ২০
--------------------------------