শুধু ক্রমবর্ধমান অসুস্থ এই চরানগরীক।
উম্মাদ নগরপ্রমুখগণের প্রলাপ সমৃদ্ধ নোংরা আইনে কয়েক ঘন্টা কারাদন্ডিত করলো-
সমস্ত ক্ষণ যেনো আস্তাকুঁড়ের মতো মনে হলো!
সাহচর্যে ক্রমেই অনুভুতিহীন,নির্দয় নৃশংস অদৃশ্য রুঢ় শেকল পারা অপার্থিবের ধ্বনি
শ্বাসরুদ্ধকর নির্ঘুম রাত পুহালো ।


প্রমুখগণের কাছে নিংড়ানো ওই নগরের সামান্যতম অনুভুতির অঙ্কুর ফুটলো !
খুঁজে পাই নিরবচ্ছিন্ন সবুজ কাঁচের চুরির গান, অবিচ্ছিন্ন নিটোল সুখ;
স্পর্শের সুকোমল কৃষ্ণচুড়া পাপড়ি ছড়ে গেলো!
নিস্তেজ হয়ে উঠল বিষাদনগরীকের দেহ !


এতটুকু বুঝল না নগরপ্রমুখকন্যা –এখানে নিশ্চুপ হ্রদের পাড়ে-
নিরর্থক ঘাসফড়িংর উড়ে-কিছুটা অযৌক্তিক হলেও সত্য
বিশুদ্ধ অনুকরণ এই নগরীক শুধু মনে করে।
০৯/০৫/১৭
-----------