=======================
কথিত ফুল বাগানে রঙিন ফুন দেখতে চাও
বজ্রপাত মেঘের মতো বজ্রপাত হতে চাও ;
কখনো কি ভাবেছো বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী-
কিংবা উত্তরসূরির একমুঠো মাটির গন্ধ পাও।


ভাবছো শুধু জন্ম স্বার্থক, যখন ভুবনডাঙ্গার
মাঝি হবে অথচ শুনবে কি পূবালী কণ্ঠের গান-
শঙ্খচিলের ডানায় ভেসে বেড়াব আকাশ নীলে
আর চোখের ঝর্ণাধারায় স্রোতে নাই বা দেখলে;


তবে মীর্জাফরের নাইড্রজেন এ বাতাসে আছে
মিশে- বিবেক দেখো ফুলের ঘ্রাণে-হিংসা করো না
এ পাঁপড়ি ঝরানো মাটির বুকে-কিন্ত সব রাখালী মাঠ
শূন্যতাই ধু ধু করবে তখন মনে নাই বা রেখলে।
১১-১১-১৮
-----------