জীবনের হিসাব কষতে কষতে
কোথায় এসে দাঁড়িয়েছি- যেনো সব পথ ভুলে গেছি;
কতটা সেকেন্ড চাঁদ ছুঁয়েছিলাম-
সব শিশির ঝরা শুকে গেছে! আফসোস শুধু গায়ের
পারে, কৃষ্ণচুড়া চুমু ছিল বুঝি বাঁকি!
কষ্টের পৃর্ণিমা রাত, রক্তাক্ত অশ্রু সজল উঠান।


তবুও থেমে নেই জীবনের প্রেক্ষাপট-
সোনালি রঙে মেখে মেখে কখন রঙিন হই- জানি না
দুষ্টুমির হাসি যেনো সবফুল ফুটাই গন্ধ-
বাতাস ছুঁয়া মৃদু স্পর্শ এক অনুভূতির দীঘশ্বাস উড়ে
মেঘমালা শুধু আকাশ বুকে জমাট বৃষ্টি,
অতঃপর হিসাব সহজ গুণ- ক্ষয়ে যায় নয়ন তারা।


০৪ পৌষ ১৪২৬, ১৯ ডিসেম্বর ২০
-------------------------------