নিজের গায়ের গন্ধ
অপরের নাকে শুঙ্গা-
এটা কি ভদ্রলোকের কাজ?
তবু রোজ- রোজ আকাশ ভেদে
সুবাস নিচ্ছে এবং ছাড়ছে!
অথচ ভাবছি না কোনটা সত্য মিথ্যা
কোনটা নিজের নাক কোনটা অপরেটা;


আর কত? কেউ বলচ্ছে ধর্মের কথা
ঈশ্বরের নাক নয় ভুতা ! বিশ্বাস নাকে
মুখে বুকে রাখছো না গুটা- গুটা-
তারপরও গোপনে গুণে ভাগ্যের চাকা
ক্ষমতা হলো নাকি নাকের চুকা!
অতঃপর নিজের নাকের গন্ধ ভালা-
সীমানার পারে সত্য মিথ্যার দরজা খোঁলা।


২২ভাদ্র ১৪২৮, ০৬ সেপ্টেম্বর ২১