================
তোর সাথে নাড়ি বাঁন্ধা-
আপন মায়ায় ছন্দে রাখা-
রাখালিয়া বাঁশির সুরে ডাকা -
তুই কি আর বুঝবি রে যমুনা
বুকের মধ্যে রাখিস শ্যামল কান্ত
ধন্য হবে জীবনের প্রতিটি অন্ত;


যমুনা কতদিন দেখি না ঢেউ
স্নান করিতেও পানি না -
জলরাশি ভিজে দিয়ে যায়-
যমুনার স্মৃতিগুলি ভাসায়
মধ্যদুপুর কিংবা জোছনা রাত-
কত আর্তনাদ শোকাহত;


জলের শব্দগহীন দু’হাত
সম্পর্শ হয় হাজাও আহত।
২০-০৫-১৮
-------------