==================
এই আশাতে ভেলা ভাসে
দোষ কি আর নয়ন বুঝে-
ভাসতে -ভাসতে আশায় তলি
আয় না নয়নে নয়ন মেলে খেলি;
সেই আশাতে বুড়ো হইলাম-
স্বপ্ন রঙিন আকাশ দেখিলাম।


তারায় তারায় জ্বলছে ভেলা-
এই পূর্ণিমাতে জমবে মেলা;
তোর ঘরের পাশে পৌষপাবন-
বুঝলি কি ধূসর মাটি একলাক্ষণ!
আশা গেলো স্বপ্ন ঘোরে জল
ঝরাপাতা শূন্য জীবন শুধুই ছল।


২০ ফাল্গুন ১৪২৫,০৪মার্চ’১৯
-------------------------