সবুজ মাঠের গায়ে ধান শালিকের
গন্ধ- উড়াল, ভালই ছিল! শহরের ইট
পাথর ছোঁয়া-সোনালি রাস্তার মোড়ে-মোড়ে
মানুষের প্রণয় নেই শুধু অহমিকা হেঁটে যায়;
অথচ গাঁয়ের মৃত্তিকার গন্ধ সুবাস কেমন
করে ভুলে যায়, আমি বাবুই,বুঝি না কিছুই;
সহজ ভাবে বাঁচার স্বাদ-ইচ্ছার ডানা রাখি সাজ!
চলো অল্পতে সুখে থাকি সংসার মোহনায়-
ধান শালিকের মাঠে কিংবা শহর ইট পাথরের
দেয়ালে খুঁজে নেয় আপন ঠিকানার নিবাস।


১১ কার্তিক ১৪২৯, ২৭ অক্টোবর ’২২