=================
তিন দিন নিখোঁজ চিঠির ভাষা
কি ঝড় হাওয়া মেঘের কথা-
ভুল বুঝাবুঝির কিছু ছবি আঁকা;
তারপর চারপাশ নিস্তব্ধ সবুজ হাওয়া
তিনদিন পর চিঠির উড়ে আসা ।


তবুও বটছায়া বাড়ায়নি লতাপাতা
কি লজ্জা- কি নির্বোধ- নাকি পুকুর
জলের ভূত- বুঝলো না জোছনা-
রাতের খোলা চিঠির উত্তর- সমস্ত
দুঃখ গ্লানির ধ্বংসচুল্লি জেনো নির্জন
দাঁড়িয়ে তালপাতার নিখোঁজ বাতাস।


০৫ বৈশাখ ১৪২৬, ১৮ এপ্রিল ১৯
------------------------------