==================
কি নৈপূর্ণ ভাগ্য কয়জনার আছে !
ভাবতেই অসমানসম ব্যথা নিঃঘুম
কেটে যায় বেলা; হতভাগ্য দলের
একজন, তবুও নৈপূর্ণ ভাগ্য ভাবি-
হয় তো সুভাগ্যের নিঃকণ্ঠে সমস্ত


অকুতির ক্লান্ত শেষে- শীতলতার সুর
বেজে উঠবে- বলবে -বাবা কিংবা মা-
এই তো নৈপূর্ণ ভাগ্য সাজান কুটিঘর;
আঙ্গিনার ওপাশে দৃষ্টি জেনো সরবর
অতঃপর নিঃকণ্ঠে মা কিংবা বাবা।


২৫ বৈশাখ ১৪২৬, ০৮ মে ১৯
-----------------------------