===================
প্রণয়ের কৃষ্ণচূড়া ঘৃনা করো
ঘৃনারসে শুধু নিমগাছের মতো-
ঝরে গেছে তাই নিমপাতা গুলো
শূন্যতে শূন্যতে কৃষ্ণচূড়া রাখো;


রাতের ঘোমটাতে তারা দেখো
জেনো কুয়াশায় ডেকে পরেছে-
উষ্ণ প্রণয়ে আকাশের কষ্ট আলো
জোছনার মৃ্ন্ময়ী নীল আর কালো;


ওই নিমতিতা তিতা তেমনী আছে
গুরের মিঠা হলো না একচিমটে-
জোনাকিরা শুধু নিমফুলে উড়ো
মেহেদি রাঙা নিমতিতাতে সাজো।
১৭-০১-১৮
========