নির্বোধ লাউয়ের ডগায় প্রেম!
অথচ ‍নিখাঁদ খুজে না পৃথিবী-
কিন্তু টিয়ার লাল ঠোঁট বুঝে না;
চারপাশটা শুধু সবুজে সমাহার!
চক্ষুর মনি অন্ধ-সাদাকাশ দেখে না-
সোনালি ঘ্রাণ মাঝে মাঝে দুর্গন্ধ।
কোন প্রশ্নই সাদাকালো নয়, সবে মাত্র
নতুন সৃষ্টির কিছুটা প্রেরণা জোগায়;
অতঃপর লাউ শাকের প্রেম, কেনো
তীব্র থেকে তীব্র যানজট আর নির্বোধ।


১০জৈষ্ঠ ১৪২৯, ২৪ মে ২২