নীরব থাকতে পৃথিবী ভালবাসে!
আলোকময় জ্বালানি রাতের আকাশ
ঘাম ঝরান দিনের উত্তাপ অথচ
কোথায় জানি ইটভাটার অনল জ্বলছে
খোঁজে পাওয়া যায় না-
এ নীরব জেনো মৃত্যুর মজলিসের স্বাদ
সারি বদ্ধ কলা গাছের দুইসারি বাঁধ!
তারচেয়েও ঘুম জানি মাটির নীরবতা আশ;
সমস্ত ভালবাসা একমুঠো জল-
অতঃপর ভালবাসা মানেই সবুজ রাঙা নীরবতা।
20 ভাদ্র ১৪২৮, ০4 সেপ্টেম্বর ২১