====================
ভবের পারে করবে কে সমাদর
ভুবন মাঝে করলে কেমন কর্ম কর
এই কি তোমার রঙ্গমঞ্চ হাটবাজার?


কেনা বেছার মঙ্গল ছেড়ে
শুন্যের উপর ঘরবাড়ি-
মেঘ ভাসা দৃশ্য ছায়া ভবপারি;
কে বুঝিলো -কে শুনিলো কর্ম কর নিস্ফল-
মাটির সাথে দুর্বঘাসে দেখো কতো আরতি;


তবুও দেহের মাঝে নিত্য বিরাজ
করে প্রভু নিরঞ্জন- তিনি সত্য মিথ্যার
করবে বিচার- রোজ হাশরের ময়দান;
রঙ্গমঞ্চের হাটবাজারে রাখলে না এই বিশ্বাস
ভবের পারে কে করবে আশ্বাস।


৩১ বৈশাখ ১৪২৬, ১৪ মে ১৯
----------------------------