==========================
দেহের জিনগুলো মরতে শুরু করছে
এদিকে সোনালী দিলগুলো হারিয়ে যেতে বসেছে-
মিটিমিটি জোনাকিদের আর দেখছি না-
দক্ষিণা জানালার পাশ, চাঁদেরও হাসিটা ফুরিয়ে
যাচ্ছে- নিঃসঙ্গ তারাগুলো নির্জন আঁধারে;
দৃষ্টিচিরল ভাবনাগুলো আর ভেবে না- টুনটুনি, বাবই
সুরালা কণ্ঠ বুঝি আর আকুল করে না;
সারি বন্ধ বাঁধগুলো অচিনা হয়ে যাচ্ছে কালগভীরে
নিঠুরতা ছোঁয়েছে শুধু- তবুও পুরাতন
কিছু পাপড়ির ঘ্রাণ উড়ছে সাদা মেঘ, তাও যদি
দেখতে পাই একগলা ধানসিঁড়ির বেগ-
অতঃপর এ ভাবে জীবন ঘাটে নিঃশেষ হয়ে যাবো।
২৬-১১-১৮
-------------