======================
কখনো শিমুল ও কৃষ্ণচূড়ার দিকে
তাকিয়ে ভেবেছো -তাদের প্রণয় নিশি বিলাস!
ভাবনি বলেই পূর্ণিমার জোছনা ছুঁয় না-
সবুজ ঘাসে শিশির বিন্দু জমে না
চর ঊর্মীর প্লাবনে ভাসে যায়- শিমুল তুলা, সুতো বাঁধে
বটবৃক্ষের ছায়া তলে অথচ প্রতিনিশি-
জোনাকির মিছিল যেন বাঁধ ভাঙ্গা আর্তনাদ;
অতঃপর কৃষ্ণচূড়া শিমুল এতো ভাবি-
এতো দেখি, এতটুকু ভাবলে না নিশি বিলাস?


২৫ চৈত্র ১৪২৫, ‍০৮ এপ্রিল ১৯
-----------------------------