===================
সব ফুলের আত্মারা ঝরে যায়
মাটির নিভির পরশে-
গন্ধ সুবাসটুকু সময় অসময়ে
ব্যাকুল করে তুলে-
সত্যিই একদিন দেখো সব
তারাও খঁসে যাচ্ছে-
খোঁজে খোঁজে ক্লান্তি নিরুদেশ
শুধু এ ধূসর মৃত্তিকা;
চিরসবুজ পাতারাও নৈঃমিত্তিক হয়ে
দাঁড়িয়েছে মাত্র!
দেখো নদীর গর্ভে জল আর
তরঙ্গ কথাও বালুচর
কত প্রেমময় সুর এটাই বাস্তবতা
তবুও গরে গরে মধ্যদুপুর;
এভাবে নিষিদ্ধ ধূলি ধোঁয়ার
বাতাসে না ঘেশাটাই ভাল উত্তম
কারণ একদিন নিরুদেশের তারা হবে
ঘাসফুলের ফড়িং
সময়ের গন্ডিতে ফিরে এসো -ফিরে এসো-
তাতেই ফুলের ফুলেল পাবে।
১৭-০৭-১৮
--------------