=============================
আঙুলের কর গুণি, না হবে হরতাল- না ভাঙ্গবে ঘর
তবুও রাস্তা পরিস্কার, ফুল রাঙাবে মধ্যদুপুর বালুচর!
নাফ রক্তজল আর লাল সবুজের চাপা কলমীলতার ঘ্রাণ-
আসচ্ছে ধূসরধোঁয়া মুখোশ দাঁড়িয়ে থাকা পূর্ণিমার স্নান;


অভীশাপ করছে ঐ আইলপাথারের কেল্লা দুর্বা ঘাস-
বিবর্ণ খালবিল যেনো মরা আর্তনাদ কে দেয় আশীর্বাদ;
ঘুর্ণিপাকের হাওয়াই মেঘ ঘুরছে সীমান্তর জুড়ে আস
মায়ের মুখে দিল আছড় কত দুসর কত রঙে মুখোশ।


তবুও দূরের হাক -ডাকছে বাঘ, নতুন শ্যস ভরা আকাশ
অতঃপর পাতায় পাতায় হট্টগোল, ডালে ডালে শূন্য নিষ্ফল।
০২-৬-১৮
-------------