আমি নয় ক্ষেপা বাউল
আমি শুধু বেদনার ফুল-
গন্ধ ছড়াতে হই বেকুল।
আমার সুখে হাসে চাঁদ
সূর্যটা দুঃখে পুড়ে,জোনাকি
জ্বলে আমাবস্যার রাত!


আমি রোজ –নামাজ- পাপ
আমি সাহরি ইফতারের স্বাদ-
আমি পরিত্র অপরিত্রের ফাঁদ!
ভাবনার খেলা ঘরে ভেবে নই
আমি- নিজের মাঝে সব।


যাহা কিছু সামনে দেখি
আমি জাহান্নাম জান্নাত বাসি !
ভেবে নই- নিজের মাঝে সবি
আমি দিব্যজ্ঞানে আলোকিত-
সদা থাকতে চাই- পাপমু্ক্ত।
২৮/০৫/১৭
========