===================
নদীরে মুখফুটে প্রশ্ন রাখিসনি
ভাবের কথা তাও বলিসনি!
উজান ভাটি ভেঙ্গেই দিলি-
ধু ধু বালুচর গড়ে রে নদী;
কত ভাবনা কত প্রশ্ন থেকেই
গেলো- পলি মাটির বুকে।


যদি করতিস প্রশ্ন- উত্তরে
উত্তরে ভাসিতাম তোর
পিরিতির জলে খেলার তরে
যদি ভাবতিস-তোর ঢেউয়ের
মিশে থাকা- পলি মাটি!
ছারিতিস না রে নদী;


গন্ধ সাজের বেলায় আকুল
করে আসিতিস পলি মাটির ঘরে-
ঘরে রে ঘরে- আসছিলি না
ভাবনা প্রশ্ন করলি না- ফুরিয়ে
গেছে আঁধার জোছনায়
নদী এখন শুকে গেছে
চিলমারী মেঘের ঠিকানায়।
০৬-১২-১৮
------------