==================
ও এবং সে একই গলিপথ-
একই সমুদ্রের চঞ্চলা ঢেউ !
তবুও ভাল লাগা দৃষ্টিপট;
কথায় জানি থমকে দাঁড়ায়-
কারণ বানভাসি উভয়ে প্রলোভন।
অতঃপর জলেভিজা জল-
পূর্বের চাহনিতে কালোমেঘ;
না বুঝেই- ও এবং সে- নিঃশেষ
জলহস্তীর পিটে বাঁশির সুরাসুর-
ও এবং সে একই দূরাদূর ।
২৪-০৩-১৮
========