“বগুড়া আঞ্চলিক ভাষায় লেখার চেস্টা করেছি”


একদিন বৃষ্টি শুরু হচ্ছেছিল হামরা পাড়ার সব
এক হয়ে মাটভিটেত বলখেলতে গেনু- খেলা
শুরু কনু- খেলতে- খেলতে- খুলার সাথে হামার
পাও গেল কাটে রক্ত পরিছে খুব রক্ত দেখে হামীতো
ঘোড়া মারা কান্দন জুরা দিনু- ও মা গো- ও বাবা গো;


ওরা ভয়ে সব দউর দিল ! তখন জেট্য ভিয়ত থেকে বাড়িত
জাবার সময় দেখে হামী কান্দছুনু, জেট্য কল কি হছে বারে
পায় কাটেছে, হামাক কুলত করে নিয়ে বাড়িত আসল জেট্য!
মা দেখে তো চিকির জুরা দিছে এর মধ্যে রক্ত পরা বন্ধ হছে


সেদিন জেট্য না থাকলে কি যে হনুহিনি জেট্যর কাছে হাজার
ঋণি হয়ে গেনু; এর পর ওগেরক একটা করে ধনু আর গাল পারনু-
সালারা হামাক থুয়ে দউর মারছু ক্যা,জেট্য না থাকলে কি হলহিনি
সালারা মুছকি মুছকি হাসবের ধরছে এভাবে রাগকরনু কার সাথে
কয়কেদিন ধরে কথা কনু না আর হাতেপায়ে ধরবের ধরল- চল
বলখেলতে যায় হামার রাগ থামে গেলো, ওগেরি সাথে বলখেলতে গেনু।


০৬ আশ্বিন ১৪২৬, ২১ সেপ্টেম্বর ২০
------------------------------------