=================
নদী দেখিলাম -জলও দেখিলাম
দেখিলাম না ঢেউয়ে তুলা ঋজু!
চর পরছে নদীর বুকে
অজানা চর- কেউ বলে চুরাবালি
কেউ বলে ধোঁয়াশালী;
স্বপ্নে পুড়া ঘোর।


বলি যে শুধু মাটির গায়ে ঋতু
মাঠে ময়দানে দেখিলাম না ঋদ্ধ-
সে তো সাধু বালা-
রঙের খেলা -গান গেয়ে যায়
পাখির পালা-
শুনতে কেউ করে না মানা;


ওরে অন্ধচোখে বন্ধ করে
এমন কি হয়ে অন্তঃজ্বলা
ওরে নদীর জলও মুখ-
স্বপ্ন দেখি শুধু তোরী সুখ।


৩০ মাঘ ১৪২৫, ১২ ফেব্রু’১৯
--------------------------