====================
ভাবতেই দু’আখি সমুদ্র
ভুমিকম্পনের চেয়েও কাঁপছে দেহ!
আসছে নাকি এক দানব-
গিলে খাবে লাল সবুজের দেহাত্মাকে!
ওরে তরুণ ওরে অরুণ;
প্রতিধ্বনি শুনছি ও দামাল ছেলেরা
কিসের ভয়- বুকে আছে-
ত্রিশ লক্ষ শহীদের রক্তনিশান বিজয়!
যতই আসুক না দানব-
রুখে দিবই মুক্তিযুদ্ধার চেতনায়
ওরে দানব কিসের এতো
স্বার্থপর, চাই না আর রক্তসলক যুদ্ধ-
শান্তির ভাবনা থাক বিশ্ব।
১৭-০৪-১৮
=======