================
আজ কাল না মানুষগুলো
বড্ড এলোমেলো! রক্ত দেখে
খিল খিল করে হাসে যায়-
এমন কি শহরের নর্দমা গন্ধের
সাথে সবটুকু ভাসতে চায়;
কি অদ্ভুত তাই না! ছিঃ- ছিঃ-
কত বার সাবধান করেছি;
তবুও জেনো কে শুনে কার কথা।


সন্ধ্যা রাত না মানুষগুলো
আঁধার দেখা না- ফিস- ফিস-
করে গল্প কয় আয়নার বাহিরে
জিজ্ঞাসা করে তারা কোথায়?
শুধু নিঃঘুম রাত, ভারি হচ্ছে-  
ঘুঘু পাখির ডাক; এমন সময়
জোছনা ঘিরে অন্ধকার- তবুও
ওরা দেখে অথচ আমি দেখি না
কিছুতেই ঝড় বৃষ্টিতে মানুষগুলো
ভেজা না,ভিজে যাই,ওরা দেখে না।

১১ ফাল্গুণ ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০
---------------------------------