আমার মৃত্যু হলে হেঁটে হেঁটে যাবো
তোমার বুকের উপর দিয়ে, তুমি শুধু
খরগোশ চোখে চেয়ে থেকো; তবু হেঁটে
হেঁটে যাবো- কোন বাঁধাই ধরে রাখতে
পারবে না, তোমার ঘুম পারানির খাঁটও;
কষ্টগুলো দেখো না, ঝর্ণার মতো- অথচ
আবহাওয়া বুঝ না- সত্যই আবহাওয়া
এখন ভীষণ খারাপ-একটু পরে বুঝবে
বুকের উপর থেকে বুঝে নিয়ো, মৃত্যুর
গুণাবলী- চললাম,পা হেঁটে হেঁটে কেমন।


০৭ চৈত্র ১৪২৯, ২১ মার্চ ২৩