====================
শূন্যতার মাঝে বৃত্ত দেখেতে নেই
জ্যামিতি’র সূত্রে বটবৃক্ষ ভাবতে নেই-
যোগ করতে করতে বিয়োগটা ভুলে
গেলে- শুধু পূর্ণিমাতে কিছুই রবে না।


তারপর প্রেম দেখো অধ্যাত্মিক সরে
যবনিকা নয়- সৃষ্টচার যদি কবিতার
চয়ন হয়- তবেই স্বার্থক! এই শূণ্যের
মিলনে- চাঁদ তারার একপলকে জয়।


অতঃপর ঊর্মীর মুখে থেকে চিনার কি
ব্যর্থতা,মাটির রসে বসে পাহাড়ের ক্ষয়।
২৬-০৯-১৮
-----------