=====================
পানসি ঘাটের মন-এই মাটির ঘরে
তোর বসতি- জানিস কি নারে
নিত্যক্ষনে করিস গোণ্ডগোল-
ভাল লাগে না আাকাশের অশ্রুসজল;
ও পানসি ঘাটের মন।।


কখন তোরে ভালবেসেছিল
জোছনা ভোমর গোলাপের চন্দন-
সুবাস মুগ্ধ করা,ভরেছিল অশ্রুসিক্ত নয়ন;
কোনদিন বুঝলি নারে- ঝরে গেলো
শত পাঁপড়ির বৃন্দাবন।।
৩১-০৩-১৮
========