===================
সোনা ধন- বুঝলে না - না-
না- ছোট একটা মনের ঘর !
স্বপ্ন দেখে সরিষা ফুলে- হুলদা রঙ-
সকাল দুপুর শালিক সাজে প্রেমের বর;
ওগো সোনা ধন- ধন সম্পত্তি পেলে-
পেলে না শুধু ছোট একটা মনের ঘর।


সামনে ছিল মাঠভিটা সোনালি ফসল
নবান্নে ঘরে তুলবে মৌ মৌ ঘ্রাণ !
অচমকা এক দল ডাকাত পরলো -
চুরি করে নিয়ে গেলো, পালকি সাজে হুমনা
ভেঙ্গে গেলো- আকাশ মাটি জোছনা;
একি হলো দু’নয়নে আঁধার নেমে এলো।


০৩ বৈশাখ ১৪২৬, ‍১৬ এপ্রিল ১৯
------------------------------