=================
শরৎ হেমন্ত ওরাই পিটে পিটি
দুঃখটার শেষ নেই আটি শাটি;
তবুও বাস্তবতার কতো সামাল
দেখা যায় না মৃতই যে খাঁটি-
ভাগ্যের ডাপটে ওরাই পিটে পিটি
বৃষ্টির ক্লান্তিতে ঠোঁটের আহাজারি;


ঐ কাছের চাঁদ- আনন্দের স্বাদ
ঝিলিমিলি হয়ে গেলে দূরত্বের বাদ-
তবুও যত সব ফসলের ঘাটি:
মানবতা তুচ্ছ করে দম্ভভারি
শ্মাশন পুড়ে আজ সাজি- হায়
ঈশ্বর ওরা নাকি পিটে পিটি।


৩১ ভাদ্র ১৪২৬, ১৫ সেপ্টেম্বর ১৯
--------------------------------