প্রণয় মনে- পিঠ মন্ত্র নাই
গন্ধ পলাশ মাটি খুঁজতে চাই-
নয়ন বাঁকে সরিষা মাঠ মৌমাছি উড়ে
মেঘ সাদা- রঙিন শুধু বাগিচা
প্রণয় মনে- মিঠ মন্ত্র নাই।


নিশি চুরি আকাশ জুড়ে তারা
পেঁচা কালার মনে দলছুট মায়া-
ফর্সার গায়ে চাঁদ পুড়া কায়া
তবুও সোনালি চিল উড়া- উড়া
প্রণয় মনে- পিঠ মন্ত্র নাই।


কেমন করে ছুঁইলে তুমি
ঝরে গেলো ফুল পাপড়ি-
কি দিল স্বার্থের দাম কষ্ট আগুন
বুঝলে না রঙমাখা ফাল্গুন
কোথায় রাখলে শান্ত্র কানাই-
শুধু পিঠ মন্ত্র নাই।

০৯ ফাল্গুন ১৪২৬, ২২ ফেব্রুয়ারি ২১
--------------------------------