হাজার বছর পথ চলা কি? এভাবে শেষ হলো
পাখির কলরব জানলো না- বুঝল না মায়াময়!
অথচ পদধূলি ঘ্রাণটা এখন আকাশ মুক্ত!
ধোঁয়াটা ঘরবন্দী দক্ষিণা জালানাটাও মাটময়;


তবুও সাদা মেঘ শুধু আকাশ জুড়ে ঘনঘটা,
হৃদয়ের বাঁকে ছবিটা রঙিন যেন সোনালি মাঠ।


যে দিকে দৃষ্টি পাত সমুদ্র জল কিনারা শূন্য
প্রণয়ে ব্যথার তরী চলছে- না ফেরার দেশে
অতঃপর বিবেকের এতটুকু নাড়া দিলো না
যেখানে আছে পদধূলি- সেখানেই থাক।


২৩ মাঘ ১৪২৬, ০৬ ফেব্রুয়ারি ২১
-------------------------------