ইটের মধ্যে এক চোখ
অহমিকা লুকে আছে,
যা তোমাকে দেখে জানলো
আকাশ, মাটি, বৃষ্টি-
এমন কি সোনালি মাঠ;


ঘাস দেখে অনুশোচনা হয় না
কারণ পদতলে কার্পেট কিংবা
মোজাইক ঝলমল করছে;


এই বুঝি মানব সভ্যতার ইতিহাস
আর মনুষ্যত্বের আচার আচারণ-
তবু তুমি মৃত্যুর অহমিকায় ডুবে আছো-
কোন অট্টালিকার কুল ঘেঁষে!
গন্ধহীন গোলাপ ঝরা বাগানের কিনারায়।


২৬বৈশাখ ১৪২৯, ৯ মে ২২