ঐ চন্দ্র ঝলক মারি তারার মাঝ থেকে
দিদি মোর আসবে ভাঙ্গা ইমারত দেখতে
কে? কোথায় আসিস রে তোরা?আয়োজন কর
চন্দনের কাটের ক্যাদেরাটা নিয়ে আন;
সাজিয়ে রাখ না দক্ষিণা ব্যালকোনির ঐ পাশ।


দিদি মোর এসেছে দেখ; তোরা দেখ-দিদি এসেছে।


খাইতে দে ঘরকোনাতে আছে বিন্ধি ধানের খৈই
গোয়ালিনিরে খবর দে দিয়ে;যাবে স্পেশাল দই
মন ভরাবো আউষ ধানের ইলিশ পান্তায়-
দিদির মৃলিন মুখের হাসিতে মোর ধন্য পায়;
ইচ্ছাটা দিদির বড়;ও ঝগড়াঝাটি করিস না আর।


দিদি মোর এসেছে দেখ; তোরা দেখ-দিদি এসেছে।


হেমন্তের নবান্ন উৎসবে; নিভু নিভু জোনাকি নাচবে
তাহার সাথে মন রাঙ্গিয়ে স্মৃতির সুতো টানবে
মমতায় দৃষ্টিতে পাহাড় ভাঙ্গবে ঝর্ণা ধারা বইবে;
ক্লান্তি দেহে নিদ্রায় যখন;সুয়ে দিব সোনারো পালঙ্কে-
তালপাতা পাখার বাতাস দিব- গরম না লাগে।


দিদি মোর এসেছে দেখ; তোরা দেখ-দিদি এসেছে।


লেখার তারিখঃ ২০/১১/১৩
======== ্্্্্ =======