=================
পর হয়েছে পুতির মালা
গন্ধ সৌরভ বকুল তলা!
আপন হয়েছে মাটির গন্ধ
আঁধার সনধ্যা নিঝুম বেলা;


ইষ্টিকুটুম শুধু স্মৃতির জল
ঝরে যায় নয়ন অঝর টলমল
পুতির মালা-বকুল তলা তেমনি
সর- গন্ধটুকু কেমন হয় পর!


তবুও সে জন- রক্তের বন্ধন
করে গেলো মাটির আপন;
অস্থির ভুবন বালা- বুঝে না
স্বার্থপর আদম খেলা।


৩০ ভাদ্র ১৪২৬, ১৪ সেপ্টেম্বর ১৯


--------------------------------