======================
যেখানে রহস্যময়ের রাত দুপুর ছিল-
সেখানে আজ দেখছি অঘোষ পরিবর্তন!
সবুজ মেঘে দূর্বলা ঘাসে আর দোল খায় না-
কানামাছি, গোল্লা ছুট খেলার বিড়ম্বনা নাই
আছে শুধু অশ্রু ভেজা অঘোষ পরিবর্তন।


ভাঙ্গতে চাই সেই রহস্যময়ের দিনগুলো
কোন কিছুই সহজ ভাবে নেয় না পাখিগুলো-
শুধু ঝগড়াটে কণ্ঠ সরে গান-আমাকে শুনাই;
আমি শুনতে চাই না- তবুও শুনতে চাই শুনতে
হয়- কেনো না অঘোষ পরিবর্তন বলে কথা।


না ওরা এসে বলে ! তোমার কি আসে যায় তাতে?
মানবতা আছে- তারা বুঝবে ! চুপ কর আমি বুঝাবো
অতঃপর সে লজ্জা করে না -এ উত্তাপ অবোঝ আরও
পরিবর্তন করতে চায় ওরা সেদিন বুঝবে- ঠিক তোমার
মতো রহস্যময় পাবে- সেদিন দেখবে অঘোষ পরিবর্তন।


১০ ভাদ্র ১৪২৬, ২৫আগস্ট ২০
----------------------------