==<><><>===<><><>===
গর্ভাশয় যে মমতাময় শ্রেষ্ঠত্ব এক নাম
দশমাস দশদিন পরাগ ছড়ানো
ফুটন্ত কত না আলোকিত গন্ধময় ফুল;
গর্ভাশয় না থাকিলে জন্ম হতো না
বোন ভ্রাতা আর ধরণীর লাবণ্যকুঞ্জ কুল।
যুগের পর যুগে তিনি ঈশ্বর রূপী মহিমার্ণবী;
দুধে ভাতে রক্তঘামে পরিশ্রমে অক্লান্তি
তবু মুখরিত,সেই মহিষী মোর জন্মদাত্রী;
তাঁরী সূত্রে ধরে আরো গো জন্মলব্ধী
ফুবু ফুবা, মামা মামি, চাচা চাচি, ভগ্নী;
বিধির বিধান মিলে আছে,মোর পাজরের
হাড় দিয়ে গড়া গো জীবন এ সহচরী;
তোমার গর্ভাশয় নেয় স্রষ্টার অপরুপ সৃষ্টি-
কি মহৎ তুমি ঈশ্বর,আমি চিরঋণী,ধন্য জননী।


প্রতিযোগিতার জন্য শুধু
লেখার তারিখঃ ০৫/০৫/১৪
<><><><><><><><><>