আসলে অনেক দিন যাবত প্রায় ৪,৫ বছর ধরে
অনলাইনের ব্লগ সাইডে লেখালেখি করে আসছি;
আর শুধু দেখছি চাটুকতা হিংসা দন্ডতা
মাঝে মাঝে ভাবি লেখাছেড়েই দিব কারণ
একজন কবি বা লেখকের মনে যদি
এতো হিংসা দন্ড অহংকার থাকে তাহলে
কবি সাহিত্যক হওয়া যায়
আমি আসলে বুঝি না
যেটুকু জানি একজন কবি সাহিত্যকের মন হব
মাটির মত মমতা পানির মত স্বচ্ছ
বৃষ্টি ঝর্ণার মত অবিরত নব নবান্ন মত
ভোরে শিশির স্লিগ্ধ  সোনালী বৈকালের মত
তা না হয় দেখি দন্ড হিংসা অহংকার
ইত্যাদি ইত্যাদি রুপের সাজা;
এটাই কি কবি সাহিত্যকের মন
বিস্ময়ত হয়ে যাই।