<><><><>><><><>
উড়ু দিয়া পাখি আমার অচিনা
রাত ১২টার কুহুক কুহু ডাকা
সহে না পরান কয়হে না কথা
শেওলা পরা স্মৃতির বাবই ময়না;
গায়ে গো তাহার বাঁন্ধিছে পাখি
কি সুখের গন্ধ মাখা গয়না ।।


উড়ু দিয়া পাখি আমার অচিনা
রাত ১২টার কুহুক কুহু ডাকা ।।


দিন ফুরাছে আঁধারের সাথে
কে চিনিবে কুহুক কুহু ডাকা
একলা একা রাতে রাত জাগা
ঐ যে দেখো গো চাঁদের পানে
জ্যোছনা ধারা অনুভবে থাকা;
সে কথা পাখিরে তোর অজানা


ও আঁধার গায়ে গায়তে এসো
পাখি মিষ্টি সুরে গান শুনা
বর্ষা বাদল গো ঝরতে মানা
ধরেছে শ্রদ্ধার পুস্পাঞ্জল নোনা;
তবু জীবন ভেলা ধন্য হবে
পাইবো গো পাখি অমৃতসুধা ।।


উড়ু দিয়া পাখি আমার অচিনা
রাত ১২টার কুহুক কুহু ডাকা ।।


*এক ধরনের বাউল গান করা যাবে
কেউ যদি সুরেলা বাউল গান করেন ধন্য হব*
লেখার তারিখঃ ০৮/০৬/১৪
<><>>>><><><>><><><><>