জীবনাত্মীয়োর ভাল মন্দ কাজের মোহ হলো হৃদস্পন্দন-
ক্ষণস্থায়ী সুখদুঃখে মুখরিত স্মৃতির পাড়ায় বেঁধে রাখে চির বন্ধন !


এ দেহ আঁধার ঘরে আত্মার সীমারেখায় শুধু দৃশ্যহীন পদচরণ-
মন্দ বলে সরে যাও- ভাল বলে জোরে নাও -এতো সংসার জীবন;


নদীর জলতরঙ্গের মাতাল হওয়ায় ভেঙ্গে যায়, ডুবে যায় তরীমন!
চিরসজীব চারিধার ক্ষয়ে নেয় সরল আর আমার একমুঠো লুন্ঠন ভবন-


এ চিনাজানা মাটির গন্ধবহর- পাড়ায় পাড়ায় হবে বিদ্রোহী গগন-
শান্তির মশাল -শান্তির পায়রার দল, সাদামেঘের উড়ানো হবে উত্থান।


১৭/০৭/১৬
=======