ডাহুক পাখির ভাবনাগুলো পঁচানর্দমার গন্ধ-
সন্দেহের গাঁথা তীরে মারো শুধু
চাতক পাখির আদর বুকে ক্ষত বিক্ষত!
দৃষ্টিরাঙা বাস্তবতার পলক বুঝি পরে না-
মায়া হরীণীর চোখে-
ডাহুকাহংকারে আকাশ বাতাস বিবর্ণ ভাষা,
ভারি হয়েছে মুখে!
সুর্য দেখো, জ্যোছনা দেখো, কত তারার মেলা;
এক পলাশ কর্ম দেখো বাস্তবতার ভীরে-
সন্দেহ ভরা যৌবনে শুধু তুল না,
জলতরঙ্গ সংসার সাগর তীরে ।


১৮/০৭/১৬
========