বিদায় ক্ষণের পিছে যদি জলপ্রপাত থাকে-
সেই বিদায় তখন -স্বার্থক হয়ে উঠে;


অন্তগহীন সীমান্ত এপার ওপার ধুধু বালুচর-
স্মৃতিরা অপোস হয়ে যদি গন্ধফুল ফুটে !


আনন্দমোহে স্বজ্ঞানে বিদায় জানাই-
সর্বক্ষণ সু-দির্ঘজীবি হও বিদায় !


দু’নদের জলপ্রপাতে নিঝুম শব্দগুলো-
দেয়ালে ঝুলানো ঘড়িটার মতো
-কেঁটে যাবে সময়।


২২/০৭/১৬
======