মেঘ গুর গুর শ্রাবণ দিনের মেলাতে
এক অপরূপ গোলাপ ফুটেছে-
ময়ূরী ফেঁকম সৌন্দর্যের নীলাভুমি জুড়ে!
মৌল মন মুগ্ধ ভরে ঘ্রাণ ছড়েছে।


-ঠিক যেনো -সেই আগের মতো
আনন্দ উচ্ছ্বাস বলো! পেলাম কই ?
শিশির বিন্দু জল সুবাস করছে থৈ -থৈ -
পাঁপড়ির বৈরাগী ভাবনাগুলো ছুঁই -ছুঁই !


প্রণয়পল্লব শ্রাবনীর ভেজা মেঘের ফাঁকে
গোলাপের ভরা যৌবন অনুনাদ থাকে-
চৈত্র মেঘের বুকে -একরাস ঘ্রাণ দিও
পাঁপড়ির হাসি উজ্জ্বল -পলকে -পলকে।


২৪/০৭/১৬
=======