ধূসরের রঙিন গাঁয়ে এতোটা কলঙ্কের আচ-
-ও পাড়াপড়ষি কে -কথায় আছো -বলো ! চিরতরে
কি দিয়ে ঢাকি -কি দিয়ে মুছি ? পাড়াপষি বলো !


স্বপ্ন ঘোরে দেখি বাশিঝাঁটা দিয়ে মুচ্ছি-
স্বপ্ন দেখি ভীষণ প্রণয় ঝড়া আদর দিয়ে মুচ্ছি
স্বর্ণকালো ক্ষমতার চোঁট দিয়ে মুচ্ছি-


তবুও এক জারা পরিমান কলঙ্ক মুচ্ছে না-
শুধু নিত্য নতুন কলঙ্কের আচ এসে লাগে বাহানা–
ঘরের কোণে তীব্র বেড়ে যায় কেনো বাসনা ?


এসো -রক্ত মাংস -লোম দাঁত -চামড়া হাঁড়-
ঐক্য গড়ি দেহ মন- তবেই বুঝি মুছে যাবে-
সমস্ত নোংরা মুরানো কলঙ্ক মোহের বহর।


২৫/০৭/১৬
=======